Logo

Message from Director

শিক্ষার্থীর সহজাত গুনাবলী ও সামগ্রীক ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাদের ভাবিকালের সুনাগরিকে পরিণত করা। তাই এই মহান শিক্ষাংগনের উদ্দেশ্য হল মনন ও বুদ্ধি বিকাশে অনুকুল জীবনমুখী শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সমাজ জীবনে ঞ্জানের মূর্তিমান আদর্শ হিসেবে তৈরী ও প্রতিষ্ঠা করা। সততা, নীতিবোধ, সমাজ চেতনা, ধর্ম ও মানবতার চিরায়ত আদর্শের অনুস্মৃতি এ বিদ্যায়তনের অভিপ্রেত আদর্শ। আমাদের জাতীয় জীবনে যা কিছু শ্রেয়, যা কিছু অনুকরণীয়, আমাদের জীবনে তাদের একনিষ্ঠ অনূবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্বজাতি প্রীতি স্বদেশ প্রেম ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর পরিমন্ডলে পতিষ্ঠা লাভ করুক এ মহান লক্ষ্য ও অত্র শিক্ষায়তনের উদ্দেশ্য।

Page View

Copyright © 2020. Designed & Developed by GREEN SOFTWARE & TECHNOLOGY. All rights reserved