Logo

Instruction for Guardians

১) সাপ্তাহিক / পাক্ষিক / মাসিক / সেমিস্টার পরীক্ষায় মান সম্মত প্রশ্নপত্র তৈরী ও পরীক্ষা শেষে (Solve) ক্লাশের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
২) প্রতি সেকশনে সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী।
৩) বিষয় ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান ও প্রতিদিনের পড়ালেখার মাধ্যমে তা আদায়।
৪) সফ্ টওয়্যারের মাধ্যমে স্কুলের যাবতীয় শিক্ষাক্রম পরিচালিত হয়।
৫) প্রতি ৩ মাস পর হোম ভিজিট করার মাধ্যমে আপনার সন্তানের যাবতীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
৬) অবিভাবকগণ বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই আপনার সন্তানের যাবতীয় পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
৭) তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুপস্হিত শিক্ষার্থীর তথ্য অবিভাকের মোবাইলে তাৎক্ষনিক (SMS) এর মাধ্যমে জানানো হয়।
৮) প্রতি সেমিস্টার পরিক্ষার পর অভিভাবক সমাবেশ ও আভিভাবকদের সঠিক পরামর্শ্ গ্রহণ করা হয়।
৯) প্রতিটি Class Room ( C.C.) Camera দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
১০) একাডেমিক ক্লাশের পাশাপাশি আমাদের রয়েছে অতিরিক্ত ডে-কেয়ার ও নাইট কেয়ারের ব্যাবস্থা যেখানে ছাত্র-ছাত্রীদের গণিত, ইংরেজি ও বিঞ্জাণ বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া হয়।

Page View

Copyright © 2020. Designed & Developed by GREEN SOFTWARE & TECHNOLOGY. All rights reserved