Logo

মর্ণিং সিফট ক্লাস সকাল ৮:৩০মি. এবং ডে সিফট ক্লাস সকাল ১১:৩০মি.

Our Activities

School Profile

জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতার এ যুগে জ্ঞানের প্রতিটি শাখার জন্য আধুনিক ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এবং উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করা।যুগোপযোগী সিলেবাস তৈরি করে ছাত্র-ছাত্রীদের সৎ, যোগ্য, চরিত্রবান, উদ্যোগী, সভ্য, আদর্শবান দেশপ্রেমিক ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলা।সর্বোপরি “ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কলে” এর অন্যতম উদ্দেশ্য প্রত্যেকটি শিশুকে তার পিতা- মাতার স্বপ্ন পুরনের লক্ষ্যে পৌছাতে প্রতিজ্ঞাবদ্ধ করা ও তার বাস্তবায়ন ।

View More

Message from Director

শিক্ষার্থীর সহজাত গুনাবলী ও সামগ্রীক ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাদের ভাবিকালের সুনাগরিকে পরিণত করা। তাই এই মহান শিক্ষাংগনের উদ্দেশ্য হল মনন ও বুদ্ধি বিকাশে অনুকুল জীবনমুখী শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সমাজ জীবনে ঞ্জানের মূর্তিমান আদর্শ হিসেবে তৈরী ও প্রতিষ্ঠা করা। সততা, নীতিবোধ, সমাজ চেতনা, ধর্ম ও মানবতার চিরায়ত আদর্শের অনুস্মৃতি এ বিদ্যায়তনের অভিপ্রেত আদর্শ। আমাদের জাতীয় জীবনে যা কিছু শ্রেয়, যা কিছু অনুকরণীয়, আমাদের জীবনে তাদের একনিষ্ঠ অনূবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্বজাতি প্রীতি স্বদেশ প্রেম ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর পরিমন্ডলে পতিষ্ঠা লাভ করুক এ মহান লক্ষ্য ও অত্র শিক্ষায়তনের উদ্দেশ্য।

View More

Message from Head Teacher

১. আধুনিক শিক্ষা ও জ্ঞান বিকাশের লক্ষ্যে ২০০২ সাল থেকে শুরু করে অদ্যাবধি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এক ঝাক তরুণ ও প্রবীণ অভিজ্ঞ শিক্ষকমন্ডলি। আর প্রতি বছর আশানুরূপ ফলাফলের মাধ্যমে এগিয়ে যাচ্ছে অত্র বিদ্যাপিঠ। তাই আপনার সন্তানের ভবিষ্যত গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ। ডিজিটাল বাংলাদেশ গড়ার সহমতে আমরাও চালু করলাম আমাদের অনলাইন স্কুলিং । সবার প্রতি রইল নতুন বছরের আগাম শুভেচ্ছা ও শুভ কামনা।

View More

Message from Asst. Head Teacher

Education is the backbone of a nation. We are working for education for all, backed by an experienced and specialist teaching staff, excellent facilities and resources, the brilliant school is non profitable organization, The institution has been enjoying a proud record of academic quality and innovation. Over the year, it has generated a significant number of employments of qualified academicians, administrators and staffs.50% of our students come to this school following personal recommendation from previous students or their parents. The management believes that its sole determination is to help students achieve their potentials and make The Brilliant School the perfect environment for successful study.
We take personal care of each student and remain responsible for his/her development in every field of learning( Moral teaching, discipline, physical development, psychological & emotional feelings, academic performance etc). At every step of learning we will provide necessary guidance, advice and extra help if required. We have students from different backgrounds, casts and creeds from all over Bangladesh.
We are working for education to create future generation as a human being in this digital competitive practical life. We do welcome students to our School for learning and we will give you farewell to serve the nation cordially.

View More

Rules & Regulations

১) ক্লাশ আরম্ভ হওয়ার ১০ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
২) নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।
৩) প্রতি মাসের (১-১৫) তারিখের মধ্যে চলতি মাসের বেতন প্ররিশোধ করতে হবে।
৪) সকল পরিক্ষায় অংশ গ্রহণ বাধ্যতা মূলক।
৫) উপযুক্ত কারণ দেখিয়ে বছরে সর্বোচ্চ ১৫ দিন ছুটি কাটাতে পারবে।১৫ দিনের অধিক ছুটি জরিমানা দিয়ে মণ্জুর করাতে হবে।
৬) বিদ্যালয়ের যাবতীয় নিয়ম শৃঙ্খলা মানিয়া চলতে হবে।
৭) ক্লাশের যাবতীয় দরকারি (ব্যাগ, ডায়েরী, বই, খাতা, কলম, পেনসিল, স্কেল) অনতে হবে।
৮) সকল প্রকার মোবাইল, মানি ব্যাগ, ছুরি, ব্লেট, সোনার অলঙ্কার স্কুলে আনা সম্পুর্ণ নিষিদ্ধ।
৯)

View More

Instructions for Guardians

১) সাপ্তাহিক / পাক্ষিক / মাসিক / সেমিস্টার পরীক্ষায় মান সম্মত প্রশ্নপত্র তৈরী ও পরীক্ষা শেষে (Solve) ক্লাশের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
২) প্রতি সেকশনে সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী।
৩) বিষয় ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান ও প্রতিদিনের পড়ালেখার মাধ্যমে তা আদায়।
৪) সফ্ টওয়্যারের মাধ্যমে স্কুলের যাবতীয় শিক্ষাক্রম পরিচালিত হয়।
৫) প্রতি ৩ মাস পর হোম ভিজিট করার মাধ্যমে আপনার সন্তানের যাবতীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
৬) অবিভাবকগণ বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই আপনার সন্তানের যাবতীয় পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
৭) তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুপস্হিত শিক্ষার্থীর তথ্য অবিভাকের মোবাইলে তাৎক্ষনিক (SMS) এর মাধ্যমে জানানো হয়।
৮) প্রতি সেমিস্টার পরিক্ষার পর অভিভাবক সমাবেশ ও আভিভাবকদের সঠিক পরামর্শ্ গ্রহণ করা হয়।
৯) প্রতিটি Class Room ( C.C.) Camera দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
১০) একাডেমিক ক্লাশের পাশাপাশি আমাদের রয়েছে অতিরিক্ত ডে-কেয়ার ও নাইট কেয়ারের ব্যাবস্থা যেখানে ছাত্র-ছাত্রীদের গণিত, ইংরেজি ও বিঞ্জাণ বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া হয়।

View More

Page View 29557

Copyright © 2020. Designed & Developed by GREEN SOFTWARE & TECHNOLOGY. All rights reserved